Site icon Jamuna Television

কুমড়োর ওজন ষাঁড়ের সমান!

কুমড়োর ওজন রীতিমতো একটি ষাঁড়ের সমান! এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রাশিয়া। মস্কোর এক গ্রামের কৃষক আলেক্সান্দার চুসোভের বাগানে মিললো ৮১৭ কেজি ওজনের কুমড়োটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সবচেয়ে পুরোনো বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এক প্রতিযোগিতা। সেখানে নেয়া হয় কুমড়োটি। উদ্যোক্তারা জানান, বিশালাকার কুমড়োর সব রেকর্ড ভেঙেছে সবজিটি। অতীতের রেকর্ড ছিল ৭৭১ কেজি।

আলেক্সান্দার জানিয়েছেন, দৈনিক গড়ে ২০ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। শরৎ উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি চালু করেন জার পিটার দ্য গ্রেট। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছিল।

/এএম

Exit mobile version