Site icon Jamuna Television

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

সুপ্রিম কোর্টে নিয়মিত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম’র (এসআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিয়মিত সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এতে সদস্যদের ভোটে সভাপতি হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দফতর সম্পাদক হিসেবে কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম ও কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের মহিউদ্দিন মধু, সারাবাংলার কামরুল ইসলাম ফকির, আরটিভির অধরা ইয়াসমিন, নাগরিক টিভির অলিউল ইসলাম রনি, মানবজমিনের শরীফ রুবেল, নিউজ-২৪ এর তসলিমুল আলম তৌহিদ, আমাদের সময়ের তাবারুল হক, সময় টিভির মো. মাঈনুল আহসান, এনটিভির তামজিদুল ইসলাম, নিউজ-২৪ এর মাহমুদুল হাসান ও দেশ টিভির সাবরিনা মজুমদার।

/এনকে

Exit mobile version