
ফাইল ছবি।
তিনি আরও বলেন, তরুণ চিত্রশিল্পীরা দেয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করার পর ঢাকা বিশ্বের গ্রাফিতির রাজধানী হয়ে ওঠে। শিক্ষার্থীরা শক্তিশালী বার্তা দেয়ার জন্য স্লোগান ও কবিতা লিখেছিলেন। বার্তাগুলো বিপ্লবের চেতনা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
শিক্ষার্থীরা শিল্পকর্ম ব্যবহার করে সর্বস্তরের মানুষের কাছে কিভাবে বার্তা পৌঁছান তা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে রং ও ব্রাশ কেনার টাকা ছিল না। জনগণ তাদের সমর্থন করতে এগিয়ে এসেছিল।
বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়াও দলটিতে ছিলেন পররাষ্ট্র দফরতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, ইউএসএআইডি’র সহকারী প্রশাসক অঞ্জলি কর ও মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন।
/আরএইচ



Leave a reply