Site icon Jamuna Television

সিডনি ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন যমুনা টিভির আল আমিন

সিডনি ম্যারাথন ২০২৪ সফলভাবে সম্পন্ন করেছেন যমুনা টিভির আল আমিন মিয়া। পাহাড়ি রাস্তার কঠিন এই ম্যারাথনে লক্ষ্য পূরণে শেষ পর্যন্ত অবিচল ছিলেন তিনি।

বাংলাদেশের এই ম্যারাথনার এরআগে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ব্রাইটন ম্যারাথন ২০২৪ সফলভাবে সম্পন্ন করেছিলেন। ‘রান ফর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিশ্বের উল্লেখযোগ্য ম্যারাথনগুলোতে অংশ নেন আল আমিন। ২০২৩ সালে ভারতের টাটা মুম্বাই ম্যারাথনেও সফল অংশগ্রহন ছিলো তার। আর ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন নিউইয়র্ক ম্যারাথন।

সিডনি ম্যারাথন সম্পন্ন করতে পেরে দারুণ উচ্ছসিত আল আমিন মিয়া। কৃতজ্ঞতা জানান তার পাশে থাকা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বর্তমানে যমুনা টিভির সেলস এন্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত আছেন আল আমিন মিয়া।

/আরআইএম

Exit mobile version