Site icon Jamuna Television

দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ( ১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

কাজী আলিম উদ্দিন বুদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) মো. মাসুদুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন বুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে গাজীপুর মহানগর পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে গাজীপুর মহানগরের বাসন থানায় হস্তান্তর করে।

বাসন থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রোববার বিকেলে কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকা থেকে গাজীপুরে আনা হয়েছে। বাসন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

/এনকে

Exit mobile version