Site icon Jamuna Television

রংপুরে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়া থেকে ৫ কেজি গাঁজাসহ মোস্তাক আহম্মেদ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষীটারী ইউনিয়নের পূর্ব-ইচলীর মহিপুর নামক স্থানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোস্তাক রংপুর মহানগরীর তাজহাট মিলনপাড়া এলাকার মৃত মোতালেব হোসেনের পুত্র। গ্রেফতার করার সময়য় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রংপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আবু সিদ্দিকুজ্জামান জানান, রোববার সন্ধ্যায় পূর্ব-ইচলীর মহিপুর মান্নানের সোলার অফিসের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলের কাভার ও তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত সাদা পলিথিন ও পেপার দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

রংপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, এ ঘটনায় গংগাচড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক মাদক ব্যবসার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা মাদকবিরোধী অভিযানে সহায়ক হবে।

/এএম

Exit mobile version