Site icon Jamuna Television

টানা বৃষ্টিতে নিমজ্জিত উপকূলের নিম্নাঞ্চল

দেশের কয়েক জেলায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নিমজ্জিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল।মাঝরাত থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে উপকূলে। এতে তলিয়েছে বাগেরহাট সদরসহ জেলাটির উপকূলের নিম্নাঞ্চল। তবে বেলা বাড়ার সাথে সাথে উন্নতি হচ্ছে আবহাওয়ার।

এদিকে, ভারি বৃষ্টিতে জলমগ্ন খুলনার রাস্তাঘাট-অলিগলি। জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর দোলখোলা, মিস্ত্রিপাড়া, মৌলভীপাড়াসহ বিভিন্ন নিম্নাঞ্চল। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। খুলনা আবহাওয়া অফিসের মতে, গত ২৪ ঘণ্টায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।

তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত যশোরের জনজীবন। এরইমধ্যে নিমজ্জিত হয়েছে শহরের বেশিরভাগ এলাকা। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে। স্থবির জনজীবন; চরম ভোগান্তিতে নগরবাসী। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হচ্ছে না কেউ। এতে আয় কমেছে খেটে খাওয়া মানুষের।

বৃষ্টি কমায় পানি নামতে শুরু করেছে নোয়াখালী থেকে। তবে এখনও জলমগ্ন সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জের নিচু এলাকা। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই গত ক’দিনের অবিরাম বৃষ্টিতে আবারও নিমজ্জিত হয় নোয়াখালীর নিম্নাঞ্চল। এতে ৫ উপজেলায় পানিবন্দি হয়ে পড়ে অন্তত ১২ লাখ মানুষ। নতুন করে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৪০ হাজার বানভাসি। একই পরিস্থিতি লক্ষ্মীপুরেও। গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ায় উন্নতি হচ্ছে প্লাবন পরিস্থিতির।

/এনকে

Exit mobile version