Site icon Jamuna Television

বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

ফাইল ছবি।

স্থল নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তবে বাংলাদেশে প্রভাব রয়েছে। এখনও সমুদ্র বন্দরকে ৩ নাম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে তিনি এসব বলেন।

তিনি বলেন, খুলনা রাজশাহী রংপুর, বিভাগে অতি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধি পেতে পার ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। আজকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারনে ২২ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আরিচায় ১৮৯ মিলিমিটার। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version