Site icon Jamuna Television

নেমে গেছে কক্সবাজারের অধিকাংশ এলাকার পানি

কক্সবাজারে টানা ভারি বৃষ্টির কারণে এখনও কিছু কিছু নিম্নাঞ্চলে জলা বদ্ধতা রয়েছে। তবে অধিকাংশ এলাকা পানি নেমে গেছে।

এখনও চকরিয়া পেকুয়া, রামুসহ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সড়ক ডুবে যাওয়ায় সাধারণ মানুষ চলাচল করছে নৌকায়।

তবে যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক, বেড়িবাঁধ ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে তিনদিন ধরে বৃষ্টি না হওয়ায় দ্রুত পানি নেমে যাচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন জানান, জেলার নয় উপজেলার মধ্যে ৫ টি উপজেলা ও তিনটি পৌরসভায় সবচেয়ে বেশি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এটিএম

Exit mobile version