Site icon Jamuna Television

ভারতে ট্রাফিক নিয়ন্ত্রণে তৃতীয় লিঙ্গের সদস্য নিয়োগের সিদ্ধান্ত

তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য বড় পদক্ষেপ নিচ্ছে ভারতের তেলেঙ্গানা সরকার। উপেক্ষিত এই গোষ্ঠীদের এবার ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি জানিয়েছেন, সবার সমান অধিকারকে সম্মান দিতে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ করা হবে। এর জন্য হায়দরাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। 

সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ৬০ বছর অবধি চাকরির মেয়াদ ও বেতনসহ সব রকম সুবিধা পাবেন তৃতীয় লিঙ্গের সদস্যরা। প্রশিক্ষণের পর তৃতীয় লিঙ্গের ট্রাফিক পুলিশ বাহিনীকে নিযুক্ত করা হবে মূলত হায়দরাবাদে।

এরপর ধীরে ধীরে রাজ্যের বাকি অংশেও নিযুক্ত করা হবে। এই ঐতিহাসিক পদক্ষেপ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নজিরবিহীন বলে দাবি করেছে কংগ্রেস সরকার।

তবে, এমন পদক্ষেপ বাস্তবায়ন হলে প্রয়োগ করা যেতে পারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে-ও। এতে করে উপেক্ষিত এই গোষ্ঠীর মানুষদের সমাজকল্যাণমূলক কাজে নিয়োগ করার মধ্য দিয়ে দূর হবে সামাজিক বৈষম্য।

/এআই

Exit mobile version