Site icon Jamuna Television

পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি সনি

ব্রিটিশ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’এর গানের স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি মিউজিক কোম্পানি সনি। এ বিষয় নিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা চলছে ব্যান্ডটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সাইকেডেলিক রক জনরার ব্যান্ডটির ফাউন্ডার মেম্বার রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর মতপার্থক্যের কারণে স্বত্ব বিক্রির প্রক্রিয়া জটিল হচ্ছে।

বিগত কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েডের স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে। এর আগে, ২০২২ সালে, ব্যান্ডটির স্বত্ব কিনতে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক ও বিএমজির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

/এআই

Exit mobile version