Site icon Jamuna Television

‘সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেবে সরকার’

ফাইল ছবি।

সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, কিছু সংস্কার করে রাজনৈতিক স্ট্যাবিলিটি তৈরি করা হবে। এরপরই নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেয়া হবে। এই নির্বাচনে দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে।

খালিদ হোসেন আরও জানান, এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরূপ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে বলেও জানান তিনি।

/এএম

Exit mobile version