Site icon Jamuna Television

১০ সংগঠন নিয়ে যাত্রা শুরু ফিল্ম ক্যাবের

আনুষ্ঠানিকভাবে পথ হাঁটা শুরু করলো ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ বা ফিল্ম ক্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর এক রেস্তোরাঁয় এর কমিটি গঠন করা হয়। এতে যুক্ত রয়েছে সিনেমা, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি কনটেন্টের ক্রুদের বেশ কয়েকটি সংগঠন।

এর সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলো হলো– আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভার্টাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।

ফিল্ম ক্যাব গড়ার পেছনে কারণ সম্পর্কে জানা যায়, বিনোদন মাধ্যমে কাজ করা ক্রু মেম্বারের জন্য একটি পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা। কর্মপরিস্থিতি উন্নত করার পাশাপাশি এমন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

প্রতিষ্ঠার দিন সংগঠনটির সাতটি লক্ষ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে– লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সংগত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।

প্রতিষ্ঠার দিন ফিল্ম ক্যাবের নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। তারা হলেন– আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মোঃ গোলাম সরোয়ার (রুবেল), মোঃ মহিউদ্দিন খান (রনি), মোঃ তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আতিয়া রহমান বলেন, সদস্যদের ক্ষমতায়নের জন্য এবং শিল্পের ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছে ফিল্ম ক্যাব।

/এএম

Exit mobile version