Site icon Jamuna Television

তিতাস গ্যাসের পরিচালকের পদ থেকে মানবজমিন সম্পাদকের নাম প্রত্যাহার

তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানান মতিউর রহমান চৌধুরী।

চিঠিতে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি।

চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এএম  

Exit mobile version