Site icon Jamuna Television

১২ ঘণ্টা গলফ কোর্সের পাশের ঝোপে লুকিয়ে ছিলেন ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত রুথ

ধরা পড়ার আগে প্রায় ১২ ঘণ্টা যাবৎ গলফ কোর্সের পাশের ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী রায়ান ওয়েসলি রুথ। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

সংস্থাটির দাবি, এজেন্টদের দ্রুত তৎপরতাই বাঁচিয়ে দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প গলফ কোর্সে হাজির হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার কারণেই সরাসরি তার দিকে অস্ত্র তাক করতে পারছিলো না দুর্বৃত্ত। সোমবার ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলিকে আটকের ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশ।

পুলিশ জানিয়েছে, গলফ কোর্সের ৫০ মাইল দূর থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশের বডিক্যামে ধরা পড়ে সে দৃশ্য। হত্যাচেষ্টা ও অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করা হয়েছে হাওয়াইয়ের বাসিন্দা রায়ানকে।

কানে গুলিবিদ্ধ হওয়ার দু’মাসের মাথায় রোববার আবার হত্যার চেষ্টা করা হয় ট্রাম্পকে। রিপাবলিকান প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।

/এনকে

Exit mobile version