Site icon Jamuna Television

ভারতে স্যামসাংয়ের ১০০ কর্মী ও ইউনিয়ন নেতা আটক

ভারতের তামিলনাড়ু রাজ্যে কম মজুরির প্রতিবাদে অনুমতি ছাড়াই ধর্মঘট করায় স্যামসাংয়ের ১০০ কর্মী ও ইউনিয়ন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর চেন্নাই শহরের কাছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের এসব শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে ৭ দিন ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছে। আটকের এ ঘটনা শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে।

কাঞ্চিপুরমে জেলা কালেক্টরের কার্যালয়ে মিছিল করার সময় স্যামসাং ইলেকট্রনিক্সের প্রায় ১শ’ জন কর্মীকে আটক করেছে পুলিশ। মূলত, মিছিলের অনুমতি না থাকায় সিনিয়র শ্রমিক প্রতিনিধিসহ কর্মীদের আটক করে পুলিশ। কর্মীদের একাংশ এখনো কারখানার বাইরে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছিলেন।

/এআই

Exit mobile version