Site icon Jamuna Television

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‍্যাব সদর দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, গাজীপুরের টঙ্গি এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের একপর্যায়ে দেলোয়ারকে গ্রেফতার করে র‍্যাব।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১নং সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালান দেলোয়ার। তার গুলি চালানোর ছবি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার এজাহারনামীয় আসামি ছিলেন।

/এএস

Exit mobile version