Site icon Jamuna Television

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, মুক্তি পাচ্ছেন কি?

ফাইল ছবি

ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিন আবেদন করেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। 

এরআগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক বিচারপতি মানিককে আদালত প্রাঙ্গণে আনা হয়। এসময় মানবঢাল করে এজলাসে তোলা হয় তাকে। 

গত ২৩ আগস্ট রাতে সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় মানিককে আটক করে বিজিবি। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত। 

তবে ওইদিন বিকালে আদালতে তোলার সময় আলোচিত-সমালোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

/এমএমএইচ 

Exit mobile version