Site icon Jamuna Television

আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে নিহত ১

সাভারের আশুলিয়ায় দুইটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মাসকট পোশাক কারখানার কমী বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাশাপাশি দুইটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় উভয় পোষাক কারখানার শ্রমিকরা পিকেটিং করেন।

শিল্প পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অব্যাহত রয়েছে সেনা টহল।

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে ১৯টি পোশাক কারখানা। এর মধ্যে অনিদিষ্টকালের জন্য বন্ধ ১৮টি। আরেকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অন্য কারখানায় চলছে পুরোদমে উৎপাদন। এসব কারখানায় সকাল ৮টা থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

মূলত, বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অশান্ত আশুলিয়া। কঠোর ব্যবস্থার পাশাপাশি সামাজিক উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া, বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকার মহাসড়কে অবস্থান নিয়েছেন, বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিকরা। এতে তৈরি হয়েছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। বেতন বাড়ানোর দাবিতে চন্দ্রার একটি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।

/এমএন

Exit mobile version