Site icon Jamuna Television

প্রবাসী আয়ের প্রভাবে রিজার্ভে সুখবর

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভান্ডারে। রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার তিনশ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ডে যা ২০ হাজার মিলিয়ন ডলারের কাছাকাছি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানালেন, জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা রিজার্ভ বৃদ্ধির বড় কারণ।

হুসনে আরা শিখা বলেছেন, সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনাবেচা করতে পারছে। বর্তমানে ডলারের দাম ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেল ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম।

আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল থাকবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র।

/এমএন

Exit mobile version