Site icon Jamuna Television

ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় সাংবাদিককে ছাত্রলীগকর্মীর মারধর

ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত এক সাংবাদিককে বেধরক মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার রাত ৮টার দিকে বিজয় সড়কে এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সহপাঠীকে নিয়ে অবস্থানের সময় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীরা বাজে মন্তব্য করলে প্রতিবাদ করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাব্বি হাসান। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেই রাব্বিকে বেধড়ক মারধর করে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী। আহত ওই ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাব্বি দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

Exit mobile version