Site icon Jamuna Television

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশি মারলেনা। আম আদমি পার্টি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের আগে দলের নেতারা তাকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয়ার ক্ষমতা দেন। তিনিই ৪৩ বছর বয়সী অতিশির নাম প্রস্তাব করেন।

অতিশি কেজরিওয়ালের মন্ত্রিসভায় শিক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ, রাজস্ব, পরিকল্পনা, অর্থ, পরিষেবা, ভিজিলেন্স, পানি ও জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দফতরসহ সর্বাধিক পোর্টফোলিও সামলেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে, প্রথমবারের মতো কালকাজি নির্বাচনী এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হন অতিশি। আবগারি নীতির মামলায় তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পরে ২০২৩ সালের মার্চ মাসে তিনি মন্ত্রী নিযুক্ত হন।

/এআই 

Exit mobile version