Site icon Jamuna Television

রোনালদোহীন প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো আল নাসর

ছবি: সংগৃহীত

ভাইরাস সংক্রমণের কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে পারবেন না আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বিষয়টি একদিন আগেই জানিয়েছিল সৌদির ক্লাবটি। যে কারণে গতকাল সোমবার রাতে ইরাকি ক্লাব আল শর্তার বিপক্ষে রোনালদোকে ছাড়াই খেলতে হয়েছে আল নাসরকে। রোনালদোহীন আল নাসর ইরাকি ক্লাবটির উপর প্রভাব বিস্তার করতে পারেনি। উল্টো পয়েন্ট খুঁইয়ে এসেছে। আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে আল নাসরকে আতিথ্য জানায় আল শর্তা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১৪তম মিনিটে নাসরকে এগিয়ে দেন সুলতান আল-ঘানাম। ওটাভিওর কাছে থেকে বল পেয়ে আল শর্তার গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান এই সৌদি ফুটবলার।

তবে দশ মিনিট পরই সমতায় ফেরে ইরাকি ক্লাব শর্তার। ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ দাউদ। প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফে কোনো গোলই হয়নি। আল নাসর দ্বিতীয় হাফে অনেক চেষ্টা করে গোল করার। তবে আল শর্তারের ডিফেন্স ভাঙতে পারেনি তালিসকা-মানেরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

/আরআইএম

Exit mobile version