Site icon Jamuna Television

নির্মম-স্পর্শকাতর হত্যাকাণ্ডগুলোর বিচার অগ্রাধিকার ভিত্তিতে: তাজুল ইসলাম

ছাত্র-জনতার আন্দোলনে যে হত্যাগুলো বেশি স্পর্শকাতর আর নির্মম, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, তদন্ত সংস্থার সাথে বৈঠকে হয়েছে। ট্রাইব্যুনাল পুনর্গঠন না হওয়ায় এখনই আসামিদের গ্রেফতার চাওয়া যাচ্ছে না। তাই বিচার প্রক্রিয়া শুরুর জন্য দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং বিচারক নিয়োগ দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাব্বিরের বাবা মোহাম্মদ শহীদুল্লাহ্। তিনি জানান, ছেলেকে মাথায় গুলি ছুঁড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৪০ মিনিটের মধ্যে লাশ দাফনে ছাত্রলীগ ও যুবলীগ বাধ্য করে বলেও অভিযোগ করেন। এমনকি ময়নাতদন্ত করতে দেয়া হয়নি, এ অভিযোগও তোলেন সাব্বিরের বাবা।

এদিকে, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী শাকিব হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

/এমএন

Exit mobile version