Site icon Jamuna Television

হত্যাচেষ্টার আশঙ্কায় গলফ খেলতে না পেরে বিরক্ত ছিলেন ট্রাম্প

হত্যাচেষ্টার আশঙ্কায় গলফ খেলায় বাঁধা পড়ায় বিরক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হত্যাচেষ্টার দশ মিনিটের মাথায় রানিংমেট জেডি ভ্যান্সকে ফোন করে সিক্রেট সার্ভিসের প্রতি বিরক্তি প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

ধরা পড়ার আগে প্রায় ১২ ঘণ্টা যাবৎ গলফ কোর্সের পাশের ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী রায়ান ওয়েসলি রুথ। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

ট্রাম্পের অবস্থান থেকে কয়েকশ গজ দূরত্বে ঝোপের ভিতর থেকে বন্দুকের নল বের হতে দেখে গুলি চালায় নিরাপত্তাকর্মীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় চল্লিশ মিনিট পর ধরা পরে ঐ বন্দুকধারী। এ ঘটনায় রিপাবলিকান সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভ্যান্স।

উল্লেখ্য, কানে গুলিবিদ্ধ হওয়ার দুমাসের মাথায় গত রোববার (১৫ সেপ্টেম্বর) আবার হত্যার চেষ্টা করা হয় ট্রাম্পকে। রিপাবলিকান প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।

/এএম

Exit mobile version