Site icon Jamuna Television

যে ৫ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে অশ্বিন

ছবি: সংগৃহীত

লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে ভারত। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্ট। এরপর নাগপুরে আরেকটি টেস্ট খেলবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দুই দল মুখোমুখি হচ্ছে। এই সিরিজকে সামনে রেখে ৫টি অনন্য রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের মাটিতে সর্বোচ্চ উইকেট: রবিচন্দ্রন অশ্বিনকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডটা নিজের করে নেয়ার জন্য। অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে আছেন শীর্ষে। তবে, ভারতের মাটিতে উইকেট সংখ্যার যখন হিসেব আসবে, তখন অশ্বিন কুম্বলের চেয়ে খুব একটা দূরে নেই। কুম্বলে ঘরের মাঠে পেয়েছেন ৪৭৬ উইকেট। অশ্বিন ২২ উইকেট পিছিয়ে আছেন। দুই টেস্টে নিজের মান ধরে রাখতে অশ্বিন রেকর্ডটি নিজের করেও নিতে পারেন। 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বেশি উইকেট: বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে ২৩ উইকেট পেয়েছেন অশ্বিন। আর ৯ উইকেট পেলে অশ্বিন বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডটি নিজের করে নেবেন। বর্তমানে এই রেকর্ডটি দখলে রেখেছেন ভারতের সাবেক পেসার জহির খান। ৩১ উইকেট পেয়েছেন জহির। 

ফাইফারের অপেক্ষা: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন ১০ বার ফাইফার পেয়েছেন অর্থাৎ ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। শুধু অশ্বিনই নন, এই রেকর্ডটিতে ভাগ বসিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। বাংলাদেশের বিপক্ষে আরেকটি ফাইফারে অশ্বিনের রেকর্ড এগারতে পৌঁছে যাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ফাইফারের রেকর্ডটি অশ্বিন একান্তই নিজের করে নেবেন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৮৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন নাথান লায়ন। অশ্বিনের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার স্পিনারকে ছাড়িয়ে যাওয়ার। এজন্য ১৪ উইকেট প্রয়োজন তার। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ড ভালো। অভিজ্ঞতায়ও ভরপুর। বল হাতে জাদুকরী কিছু দেখালে এই রেকর্ডটিও নিজের করে নিতে পারেন অশ্বিন। 

এবারের আসরে সর্বোচ্চ উইকেট: পাশাপাশি এবারের আসরেও সর্বোচ্চ উইকেট অশ্বিন নিজের করে নিতে পারেন। এজন্য ডানহাতি অফস্পিনারের প্রয়োজন ১০ উইকেট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড এখন পর্যন্ত ৫১ উইকেট পেয়েছেন। অশ্বিনের শিকার ৪০ উইকেট। দুই টেস্টে অশ্বিন অসি পেসারকে ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ পাচ্ছেন। 

/আরআইএম

Exit mobile version