Site icon Jamuna Television

নরসিংদীতে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি

নরসিংদীর রায়পুরায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের দু’দফা সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি।

তবে, আটক করা হয়েছে অন্তত ১৩ জনকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। ঘটনার পর থেকে বাঁশগাড়ি ও তার পাশের নিলক্ষা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল সকালে বাঁশগাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় একজন শিক্ষার্থী নিহত হয়। এরই জের ধরে সেদিন বিকালে পাশের নিলক্ষা এলাকায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয় তিনজনের।

Exit mobile version