Site icon Jamuna Television

আবারও কলিং ভিসা চালু করলো মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া:

ম্যানুয়াল পদ্ধতিতে ‘চাহিদাপত্র’ সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো মালয়েশিয়া। এক্ষেত্রে প্লান্টেশন সেক্টরে বিদেশী কর্মী নেবে দেশটি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালেশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাইকমিশনে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে।

তাছাড়া, বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্য বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধও করা হয়। এক্ষেত্রে অন্তত ১৫ রকমের তথ্য বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে বলা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসিরা।

/আরএইচ

Exit mobile version