Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত তাজেল বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশের ভাষ্য, গতকাল তাজেলকে গ্রেফতারের পর গভীর রাতে মদনখালী এলাকায় অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে তার সহযোগীরা। এতে আহত হয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর তিন সদস্য। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের চলা ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তাজেল।

ঘটনাস্থল থেকে দেশি-বিদেশী অস্ত্র ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের।

Exit mobile version