Site icon Jamuna Television

জাভিকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মুলার

দিনামো জাগরেব বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচে ৯টি গোলের ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে ১১টি। চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে ২য় সর্বোচ্চ গোলের রেকর্ড হয় এই ম্যাচে।

গোল ফেস্টের রাতে হয়েছে অনেক রেকর্ড। তালিকায় রয়েছে ইংলিশ তারকা হ্যারি কেইন। তবে, অনন্য এক রেকর্ড গড়েছেন জার্মান ও বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলার।

ম্যাচের ৬৮তম মিনিটে মাঠে নেমেই চ্যাম্পিয়ন্স লিগে বিরল এক কীর্তি গড়েন থমাস মুলার। এই ম্যাচ দিয়ে ইউরোপ-সেরার এই আসরে, ১৫২তম মাচে মাঠে নামেন ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এর ফলে, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার জাভিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন মুলার।

/এআই

Exit mobile version