Site icon Jamuna Television

সান সিরোতে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল

এসি মিলানের মাঠে লিভারপুলের শুরুটা হয়েছিলো দুঃস্বপ্নের মতো। ম্যাচের তিন মিনিট না যেতেই গোল হজম করে ইংলিশ ক্লাবটি। সান সিরোতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজেদের মাঠে পুলিসিকের গোলে ম্যাচে লিড নেয় এসি মিলান।

ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে পিছিয়ে পড়ার পর, ২৩ মিনিটে ইব্রাহিমা কোনাতে গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর ৪১ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ফন ডাইক। প্রথমার্ধে মোহামেদ সালাহর দুটি প্রচেষ্টা ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে কোডি গাকপোর সহায়তায় গোল করেন সোবোসলাই। তাতেই ৩-১ গোলের ব্যবধানে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

নতুন কোচ স্লটের কোচিংয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচ জয়ের পরও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে লিভারপুল। সেই হতাশা পেছনে ফেলে ইউরোপ সেরার মঞ্চে শুরুটা দারুণ হলো তাদের।

/এআই

Exit mobile version