Site icon Jamuna Television

ভারতীয় মুসলিমদের দুর্দশা নিয়ে মন্তব্যের জেরে খামেনির প্রতি নিন্দা নয়াদিল্লির

ভারতের সংখ্যালঘু মুসলমানদের গাজার মুসলমানদের সাথে তুলনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খামেনির এমন মন্তব্যের জেরে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিবৃতিতে বলেন, ‘এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য।আয়াতুল্লাহ আলি খামেনির মন্তব্য ভুল ও অগ্রহণযোগ্য। আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’

স্থানীয় সময় সোমবার, ইরানের রাজধানী তেহরানে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন।

/এআই

Exit mobile version