Site icon Jamuna Television

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মোদি

আগামী সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিশিগানে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এসময় মোদিকে প্রশংসায় ভাসান তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে অসাধারণ আখ্যা দেন ট্রাম্প। একইসঙ্গে, আমদানি শুল্ক ইস্যুতে ভারতকে ‘অপব্যবহারকারী’ হিসেবেও অভিহিত করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদি অসাধারণ। আমি বলতে চাই, তিনি অসাধারণ একজন মানুষ। আগামী সপ্তাহে তিনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। তার মতো অনেক দুর্দান্ত নেতা রয়েছে, যারা খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন।

প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন মোদি। এসময় বাইডেনের আমন্ত্রণে কোয়াড সামিটে অংশ নেবেন। পাশাপাশি, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

/এএম

Exit mobile version