Site icon Jamuna Television

ফিলিস্তিন থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব

দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলো থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে নতুন একটি প্রস্তাব তোলা হবে আজ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশেষ অধিবেশনে প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনা হয় এই ইস্যুতে। খবর আনাদোলু এজেন্সির।

প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর। এরইমধ্যে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে চীন ও আয়ারল্যান্ড।

প্রস্তাবে শান্তি প্রক্রিয়া নিয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিলটির সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিনিধিও। তাদের দাবি, কূটনৈতিক সন্ত্রাসের মাধ্যমে ইসরায়েল ধ্বংসের প্রস্তাব এটি।

/এএম

Exit mobile version