Site icon Jamuna Television

‘জনগণ যাতে নিরাপদ বোধ করে, তাই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে’

জনগন যাতে আরও বেশি নিরাপদ বোধ করে, তাই অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে। এমনটা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, রাষ্ট্রীয় ও জনস্বার্থে সেনাবাহিনী এই কাজে নেমেছে। অন্তর্বর্তী সরকার মনে করেছে, রাষ্ট্রের প্রয়োজনেই এ সিদ্ধান্ত নেয়া উচিত। পুরো বিষয়টি আইনশৃংখলা প্রক্রিয়ার সাথে জড়িত বলে জানান তিনি।

মোখলেস উর রহমান বলেন, জনস্বার্থে একসঙ্গে সব বাহিনী ও সরকারী কর্মকর্তারা কাজ করবে। এমন উদ্যোগের ফলে কেউ কারও সঙ্গে বিবাদে জড়াবে না, এমনটাও নিশ্চিত করেন এই সিনিয়র সচিব।

উল্লেখ্য, আগামী ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/এএম

Exit mobile version