Site icon Jamuna Television

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে লিভিংস্টোন

অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে রীতিমতো আলো ছড়িয়েছেন লিয়াম লিভিংস্টোন। অসাধারণ পারফরম্যান্সের বদৌলতে সুখবর পেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। বুধবার (১৮ সেপ্টেম্বর) হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংক্ষিপ্ততম ফরম্যাটের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন লিভিংস্টোন। সেইসাথে ব্যাট হাতে করেছিলেন ২৭ বলে ৩৭ রান। পরের ম্যাচে ব্যাট ৪৭ বলে ৮৭ রানের পাশাপাশি ১৬ রানে শিকার করেছিলেন ২ উইকেট। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেই ম্যাচে পারফর্ম করার সুযোগই পাননি লিভিংস্টোন। মাঠে নামতে পারলে হয়ত আরও কিছু রান ও উইকেট দেখা দেখা যেতে পারতো তার নামের পাশে।

উল্লেখ্য, অলরাউন্ডারদের তালিকায় সেরা দশে আর কোনো বড় পরিবর্তন নেই। এর আগে শীর্ষে থাকা মার্কাস স্টইনিসের চেয়ে ৪২ পয়েন্ট এগিয়ে আছেন লিভিংস্টোন। ব্যাটিং তালিকাতেও ১৭ ধাপ এগিয়েছেন এ ইংলিশ। ৫৬০ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন তিনি।

/এমএইচআর

Exit mobile version