Site icon Jamuna Television

বাড়ছে পানি, দুশ্চিন্তায় পদ্মাপারের মানুষ

পানি বাড়ছে পদ্মা নদীতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন পদ্মার তীরবর্তী এলাকার মানুষ। তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ১০ দিনে বন্যার আশঙ্কা নেই।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাদ্মার পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫০ মিটার। যা বিপদসীমার অনেক নিচে রয়েছে। চলতি বছরে গত ১৬ আগস্ট পদ্মার পানির সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫৪ মিটার।

পানি বাড়ার বিষয়ে যমুনা টিভির সঙ্গে কথা বলেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি জানান, ভারত ও বাংলাদেশ অংশে সম্প্রতি ভারি বৃষ্টিপাতের কারণে পদ্মার পানি কিছুটা বেড়েছে।

/এমএইচ

Exit mobile version