Site icon Jamuna Television

‘চেন্নাই টেস্টের ভাগ্য নির্ধারণ করবেন স্পিনাররা’

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজকে সামনে রেখে বারবার ঘুরে ফিরে আসছে চেন্নাইয়ের উইকেট রহস্য। লাল মাটির পিচে যুগ যুগ ধরে এম চিদাম্বরাম স্টেডিয়ামের উইকেটের চরিত্র কারও কাছেই অজানা নয়। লিটন-সাকিবদের বধ করতে স্বাগতিকরা পেস অ্যাটককে বেছে নিলেও অতিরিক্ত গরম বাড়তি চিন্তায় ফেলেছে বুমরাহ-সিরাজদের।

এরই মাঝে তৈরি হয়েছে উইকেটের চরিত্র বদলের শঙ্কা। গত কয়েকদিনের তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করায় পিচের ওপরেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন চেন্নাইয়ের পিচ কিউরেটর ভি রমেশ কুমার। জানান উইকেট দ্রুত ভেঙে যাওয়ায় স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা।

আশীষ ভৌমিক বলেন, চেন্নাইয়ে গত দু’সপ্তাহ ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। পিচে যথেষ্ট পরিমাণে পানি দেয়া হলেও অতিরিক্ত গরমের কারণে পিচ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তাতেই সুবিধা আদায় করে নিতে পারবে স্পিনাররা। এমনকি টেস্টের শেষ দিকে ম্যাচের ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারেন তারাই।

কিউরেটরের সতর্ক বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। মিরপুরে স্পিনিং উইকেটে বাংলাদেশের ভালো অভিজ্ঞতা থাকলেও সেখান থেকে কিছুটা পিছিয়ে স্বাগতিকরা। তাইতো মঙ্গলবার কালোমাটির পিচে অনুশীলন করেন রোহিতরা। আশীষ ভৌমিক বলেন, আবহাওয়ার ওপর কারও হাত নেই। প্রস্তুতিটাও নিতে হয় সেভাবেই। যেহেতু স্পিনারদের বাড়তি সুবিধার সম্ভাবনা রয়েছে তাই হয়তো সেভাবেই ভারতের ব্যাটাররা ঘূর্ণির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে।

উইকেটের সাথে সাথে বাংলাদেশ বধে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে পা হড়কালেও টাইগারদের বিপক্ষে বাড়তি সতর্কতার কথা জানান ভারতের সহকারী কোচ রায়ান টেস ডাসকাটে। ভারতের এই সহকারী কোচ বলেন, আমরা শ্রীলঙ্কার স্পিনারদের সেভাবে খেলতে পারিনি। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দিকে নজর ঘুরে যায়। তাই স্পিন খেলার যে পারদর্শিতা সেখানে আমরা ভালো করে নজর দিতে পারিনি। তবে বাংলাদেশের বিপক্ষে বাড়তি সকর্ততা থাকবে আমাদের।

এদিকে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের সুখ-স্মৃতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গরম আবহাওয়া কিছুটা পরীক্ষায় ফেললেও নিজেদের সেরাটা দিতে মরিয়া টাইগাররা।

/আরআইএম

Exit mobile version