Site icon Jamuna Television

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের: কাদের

ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর একটি হোটেলে অবকাঠামো বিষয়ক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে সংশয় সৃষ্টি করেছে। তিনি বলেন, বিএনপি সুষ্ঠ নির্বাচন চায় এটা তাদের আচরণে প্রকাশ পায় না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির যে সহিংস অবস্থান ছিল সেটা নয়াপল্টনের ঘটানায় আবারো প্রমাণিত হয়েছে।

এসময় তিনি জানান, দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আওয়ামী লীগের মনোনয়ন। শরিকদের সাথে বসে সপ্তাহখানেকের মধ্যে সব মনোনয়ন চূড়ান্ত করা হবে। এবং যেসব জায়গায় শরিকদের যোগ্য প্রার্থী থাকবে সেখান থেকে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের সরিয়ে নেবে বলেও জানান ওবায়দুল কাদের।

Exit mobile version