Site icon Jamuna Television

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবো: শান্ত

ফাইল ছবি

বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (১৯ সেপ্টেম্বর) মাঠে নামবে দুদল। তার আগে চেন্নাইয়ে নিজেদের লক্ষ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারত হলেও জয়ের বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশ দলপতি। বুধবার প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন তিনি।

নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, লক্ষ্য তো একটাই থাকবে, আমরা প্রতিটি ম্যাচটা জিতব। সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। আর ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।

সবশেষ পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। ভারতের বিপক্ষেও বাস্তবতা একই। আগের সিরিজের পুনরাবৃত্তিই কি করতে চাইবে বাংলাদেশ এ প্রসঙ্গে অধিনায়ক বলছেন, অতীত নিয়ে ভাবছেন না তারা।  

শান্ত বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।

তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।

/এমএইচআর

Exit mobile version