Site icon Jamuna Television

এপ্রিল-জুন পর্যন্ত বিদেশি ঋণ বেড়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার

প্রতীকী ছবি

চলতি বছরের জুন মাসের শেষে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়ে দাড়িয়েছে ১০৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। মার্চের শেষে এই ঋণ ছিল ৯৯ দশমিক ৩ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন মাসেই বিদেশি ঋণ ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ৮৩ দশমিক ২১ বিলিয়ন ডলার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। সরকারি ঋণের বেশিরভাগই দীর্ঘমেয়াদি লোন। বিশ্বব্যাংক, আন্তজার্তিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছাড়াও বহুজাতিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নিয়েছে সরকার।

এদিকে, বিদায়ী সরকার বিদেশি ঋণের বেশকিছু বড় প্রকল্প বাস্তবায়ন করায় এই ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

/আরএইচ

Exit mobile version