Site icon Jamuna Television

লন্ডনের হুমকির ভয়ে ড. কামাল মিথ্যাচার করছেন: হানিফ

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় লন্ডনের হুমকির ভয়ে ড. কামাল মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ সকালে প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে একথা বলেন তিনি।

ড. কামালকে ইঙ্গিত করে হানিফ বলেন, বিএনপি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে জনধিকৃত নেতাকে ভাড়া করেছে। ড. কামাল হোসেন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। আর সে কারণেই তিনি তার নীতি ও আদর্শকে বিসর্জন দিয়েছেন।

Exit mobile version