Site icon Jamuna Television

পারিবারিক দ্বন্দ্বে চলন্ত বাসে জরিনাকে হত্যা, দুই পরিকল্পনকারী গ্রেফতার

আশুলিয়ায় চলন্ত বাসে জরিনা হত্যার ঘটনায় বাদি মেয়ে জামাইসহ দুই পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক দ্বন্দ্বের জেরেই পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

৯ নভেম্বর আশুলিয়া শ্বাশুড়িকে হত্যার পর অজ্ঞাতদের আসামি করে মামলা করে মেয়ে জামাই নূর ইসলাম নিজে ।খুনের জন্য ১০ হাজার টাকায় বাসচালকের সঙ্গে চুক্তি করে নূর ইসলাম। বাসটি জব্দ করা হলেও, চালকসহ ৪ জন এখনো পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জের চৌহালীর বাসিন্দা জরিনা, বাবাকে নিয়ে মেয়ে রোজিনার বাড়িতে এসেছিল। ফেরার পথে হত্যার শিকার হন ৪২ বছর বয়সী রোজিনা।

Exit mobile version