Site icon Jamuna Television

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই: সুলতানা কামাল

সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। একই সঙ্গে সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাও জরুরি বলে মত দেন তিনি।

আজ দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় বৈঠকে অন্য বক্তরা বলেন, রাজনীতি থেকে সাম্প্রদায়িক চেতনা মুক্ত করতে হবে। অার সংখ্যালঘুরা যাতে কোনো দলের স্বার্থে ব্যবহার না হয় সেদিকেও নজর দিতে হবে। এসময় সংখ্যালঘুদের নিরাপত্তাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দৃশ্যমান করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অাহবান জানানো হয়। নাগরিক সমাজ এই বৈঠকের অায়োজন করেন। এতে সাংবাদিক, বিভিন্ন সংগঠন, রাজনীতিক, অাইনজীবী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

Exit mobile version