Site icon Jamuna Television

চেন্নাই টেস্ট: জয়সওয়ালের পর রাহুলের বিদায়, চা-বিরতির আগে ভালো অবস্থানে বাংলাদেশ

চেন্নাই টেস্টের প্রথম দিনে দুই সেশন শেষে রীতিমতো ভালো অবস্থানে বাংলাদেশ। লাঞ্চের আগে ৮৮ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকদের শিবিরে আরও তিনবার আঘাত হেনেছে টাইগার বোলাররা। চা-বিরতির আগে দিনে ৪৮ ওভার খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান।

লাঞ্চ বিরতির পর ব্যক্তিগত ৩৯ রানে হাসান মাহমুদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিশভ পান্ত। ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতীয় ওপেনার জয়সওয়াকে ফেরান নাহিদ রানা। ব্যক্তিগত ৫৬ রানে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ভেঙে যায় ৪৮ রানের জুটি। পরের ওভারেই মেহেদী মিরাজের বলে জাকির হাসানের তালুবন্দি হয়ে বিদায় নেন কে এল রাহুল। আউট হবার আগে করেন ১৬ রান।

শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ২৫ ওভার খেলা শেষে স্কোরবোর্ডে আরও ৮৮ রান যোগ করে ভারত। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন।

/এমএইচআর

Exit mobile version