Site icon Jamuna Television

মুন্সীগঞ্জে পাগলা শেয়ালের কামড়ে ১৩ জন হাসপাতালে

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের সদরে শেয়ালের কামড়ে তিন নারীসহ ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি পাগলা শেয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করে যাকে পাচ্ছিল, তাকেই কামড়ায়। এসময় দুই গ্রামে একে একে ১৩ জন আহত হয় শেয়ালের কামড়ে। পরে গ্রামবাসীরা শেয়ালটিকে ধাওয়া করলে পালিয়ে যায়। তবে গ্রামবাসী শেয়ালের ভয়ে আতঙ্কিত।

আহতদের মধ্যে যাদের নাম নিশ্চিত হওয়া গেছে– সাদিয়া আক্তার সাইমা (২০), আরবি আক্তার (১৮), নাজমা সুলতানা (৪৫), আনোয়ার হোসেন (৫০), আমিনুল হক (৭০), সুমন শেখ, (২৭), জান শরিফ মৃধা (৫০), সিমথী মুনি (১৫), রুপকোনা (৮০), দীপ মন্ডল ( ২৩) ও দেলোয়ার হোসেন (৪৬)।

এ বিষয়ে মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর প্রয়োজনীয় ভ্যাকসিন প্রয়োগ করা হয়। শেয়ালের কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোনো ঝুঁকি থাকে না। আহতদের ভ্যাক্সিন দেয়া হয়েছে এক-দেড় ঘন্টার মধ্যেই।

/এএম

Exit mobile version