Site icon Jamuna Television

হিজবুল্লাহর সামরিক স্থাপনায় ব্যাপক হামলা ইসরায়েলের

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতভর এই বিমান হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ। এতে হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে বলে দাবি তেল আবিবের। মাহমুদিয়া, কাসার আল-আরুশ এবং বিরকেট জাব্বুরের মতো শহরগুলোয় চলে এই অভিযান।

গত বছর ৭ অক্টোবরের পর লেবাননে এটিই সবচেয়ে বড় হামলা ইসরায়েলের। প্রয়োজনে সামরিক হামলার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

এর আগে, এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবু্ল্লাহ। এতে নিহত হয় দুই ইসরায়েলি সেনা এবং আহত হয় অন্তত ১০ জন।

/এএম

Exit mobile version