Site icon Jamuna Television

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, ট্রাক্টরে আগুন

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় স্নেহা মনি (৯) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে মাহেন্দ্র ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সবুজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্নেহা মনি সবুজ পাড়া এলাকার শাহিনুর রহমানের মেয়ে। সে সদর ইউনিয়নের তালতলায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে স্নেহা সবুজ পাড়া এলাকার একটি ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় স্নেহার মা গরু নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। একপর্যায়ে তিস্তারহাট থেকে আসা মাহেন্দ্র ট্রাক্টরের সামনে একটি গরু চলে আসে। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে স্নেহাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে স্নেহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা চালককে আটক করে এবং ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা।

/আরএইচ

Exit mobile version