Site icon Jamuna Television

মসজিদের দান বাক্সের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের দান বাক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমা’র নামাজের পর বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী (মসজিদের জন্য দায়িত্বপ্রাপ্ত লোক) আনোয়ার মিয়া দান বাক্সের টাকা নিতে গেলে নতুন মোতাওয়াল্লী স্থানীয় ইউপি সদস্য মনসুর মিয়ার পক্ষের মুসল্লিরা বাধা দেন। এ নিয়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম, রামদাসহ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে বলেও জানায় তারা।

বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম জানান, মসজিদে দান বাক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে নতুন ও পুরাতন মোতাওয়াল্লীর মধ্যে কথা কাটাকাটি হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version