Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে নিয়ে ডকুমেন্টরি প্রদর্শনী করা নির্বাচনী আইন লঙ্ঘন : রিজভী

সরকার একের পর এক নির্বাচনী আইন ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেন, এরকম চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিকালে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি করা ডকুমেন্টরি প্রদর্শনী করে নির্বাচনী আইন লঙ্ঘন করা হচ্ছে। পোস্টার ছাপিয়ে এ ডকুমেন্টরির প্রচারনণাও আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। দ্রুত সিনেমা হলগুলো থেকে ডকুমেন্টরিটি প্রত্যাহারে দাবি তারা। এ পর্যন্ত মোট ৪৫৮০ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানান রিজভী আহমেদ।

Exit mobile version